শনিবার, ৬ জুলাই ২০১৩
ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির
Home Page » জাতীয় » ফল মেনে নেওয়ার আহ্বান সিইসিরবঙ্গ-নিউজ ডটকমঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফলাফল মেনে নিতে রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শেরে বাংলানগর নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সকলকে অনুরোধ করি ফলাফল মেনে নিয়ে দেশের গণতন্ত্রের ঐতিহ্য রক্ষা করুন।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন।
এ সময় তিনি গণমাধ্যমের প্রশংসা করে বলেন, গণমাধ্যম সজাগ দৃষ্টি রাখায় দেশ-বিদেশে সবাই নির্বাচন সম্পর্কে জানতে পেরেছে। আমরা মানুষকে ভয়ভীতির ঊর্ধ্বে রেখে ভোটগ্রহণ সম্পন্ন করতে পেরেছি।
সিইসি বলেন, যখনই কেউ অভিযোগ করেছে সঙ্গে সঙ্গেই তদন্ত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিয়েছে। ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার জাবেদ আলী, আব্দুল মোবারক, শাহনেওয়াজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩৬ ৩৯৯ বার পঠিত