শুক্রবার, ৫ জুলাই ২০১৯
ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে পাকিস্তান
Home Page » ক্রিকেট » ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে পাকিস্তান
বঙ্গ-নিউজঃ টস জিতে ‘৫০০ রানের’ লক্ষ্য ধরে ব্যাট করছে পাকিস্তান। কিন্তু শুরুতে মেহেদি মিরাজ এবং সাইফউদ্দিনের বলে সুবিধা করতে পারেনি তারা। পরে ম্যাচের অষ্টম ওভারে সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন ফখর জামান। সেই ধাক্কা ইমাম উল ও বাবর আযম সামলে নিয়েছেন।
পাকিস্তান ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে। ফখর জামান ১৩ রানে আউট হন। ইমাম উল হক ৩৫ রানে ব্যাট করছেন। তার সঙ্গী বাবর আযম খেলছেন ৪৫ রান করে। তারা দু’জনে গড়েছেন ৭৬ রানের ইনিংস।
লর্ডসে লড়াইটা বাংলাদেশ দলের জন্য পাঁচে থেকে শেষ করার। বাংলাদেশ হারলে আর গ্রুপ পর্বের শেষ দিন দক্ষিণ আফ্রিকা জিতলে পয়েন্ট টেবিলে আটে নেমে যাবে বাংলাদেশ। সেমির লড়াই করা একটা দলের জন্য সাত কিংবা আটে থেকে শেষ করা হবে হতাশার। টাইগাররা তাই পুরোটা দিয়েই খেলবে এ ম্যাচে।
কনুইয়ের ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম খেলবেন কি-না প্রশ্ন ছিল। তবে দলে আছেন তিনি। ফিরেছেন মেহেদি মিরাজ। তাকে জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে রুবেল হোসেনকে। এছাড়া সাব্বির রহমানের জায়গায় ভারতের ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারা মাহমুদুল্লাহ রিয়াদ ফিরেছেন দলে।
বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানের ওয়ানডে শততম উইকেটের মাইলফলকের জন্য দরকার দুই উইকেট। কীর্তিটা তিনি লর্ডসে করেই স্মৃতি পাতা ভারী করতে চান। এছাড়া শুরুর ওভারগুলোতে বাংলাদেশ দল উইকেট নিতে পারেনি। দশ দলের মধ্যে প্রথম পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার বিচারে সবার পরে আছে বাংলাদেশ। বিশ্বকাপে শেষ ম্যাচ খেলতে নামবেন মাশরাফি। দলকে তাই তাকে বিশ্বকাপের বিদায়ী উপহার দিতে মুখিয়ে আছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশ সময়: ১৭:১১:০৫ ৫৭৯ বার পঠিত #ক্রিকেট #ক্রিকেট বিশ্বকাপ #খেলা #পাকিস্তান #বিশ্বকাপ #বিশ্বকাপ ২০১৯