শুক্রবার, ৫ জুলাই ২০১৯
আমার বুকে ছোট্ট নদী-গুলশান আরা রুবী
Home Page » সারাদেশ » আমার বুকে ছোট্ট নদী-গুলশান আরা রুবীতুমি কি জানো
আমার বুকের মাঝে
ছোট্ট একটা নদী আছে?
সেই নদীতে বাস করে কে জানো?
তোমার দেওয়া কষ্ট গুলো নীরবে।
যখনই মনে পড়ে তখনই
দুটি চোখের নোনা জলে
সেই ছোট্ট নদীটা ভরে যায় কষ্টের জলে।
তুমি কি জানো সেই নদীতে
আমি ভেসে বেড়াই মনের সুখে,
আমার জীবন তরী বেয়ে
চলি নিরবধি জনসম্মুখে।
সুখের আশায় নীড় খুঁজি
সেই ছোট্ট নদীর বুকে,
ছুটে বেড়াই দিশাহীন হয়ে
যাই ভুলে সে পথ নদীর কুলে।
কোথাও যদি ঠাঁই না মিলে এই মনেরই ঘাটে
বেয়ে যাবো জীবন তরী এই নদীর ঘাটে
কষ্টের বিনিময়ে পাই যদি সুখের দেখা
নিশি রাত্রে চাঁদের সাথে আর করবনা দেখা।
বাংলাদেশ সময়: ৮:০৩:৫২ ৪৫০ বার পঠিত