বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯

ভাঙ্গায় নবাগত জেলা প্রশাসকের সাথে সর্বস্তরের ব্যক্তিবর্গের মতবিনিময়

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় নবাগত জেলা প্রশাসকের সাথে সর্বস্তরের ব্যক্তিবর্গের মতবিনিময়
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯



ভাঙ্গায় নবাগত জেলা প্রশাসকের সাথে সর্বস্তরের ব্যক্তিবর্গের মতবিনিময়

সাইফুল ইসলাম শাকিল, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- সদ্য যোগদানকৃত ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকারের সাথে ভাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউএনও’র বাসভবন সংলগ্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার হিমাদ্রী খিশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, পৌরসভার মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি অতুল সরকার তার বক্তব্যে বলেন, প্রয়োজন ছাড়া ডিসির কার্যালয় কেন ইউএনও’র কার্যালয়েও জনগণকে আসতে হবে না। সেবা মানুষের দোরগোড়ায় পৌছানোই আমাদের দায়ীত্ব। প্রধান অতিথি এসময় ফরিদপুর জেলাকে নিয়ে ভিশন ও বিভিন্ন কর্মকান্ডের কথা উল্লেখ করেন। মাদক নির্মূলতায় যেকোন অপশক্তির বিরুদ্ধে পুলিশের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারীম ও গীতা পাঠ করা হয়। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৯   ৬৪৭ বার পঠিত   #