বুধবার, ৩ জুলাই ২০১৯
আগামী ১৩-১৫ জুলাই ১০০ ব্যবসায়ী নিয়ে আসছেন কোরিয়ার প্রধানমন্ত্রী
Home Page » অর্থ ও বানিজ্য » আগামী ১৩-১৫ জুলাই ১০০ ব্যবসায়ী নিয়ে আসছেন কোরিয়ার প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজঃ আগামী ১৩-১৫ জুলাই কোরিয়ার প্রধানমন্ত্রী প্রায় ১০০ জন ব্যবসায়ী নিয়ে বাংলাদেশ সফর করবেন। কোরিয়া বাংলাদেশের পাওয়ার ও অবকাঠামো উন্নয়নে অধিক বিনিয়োগ করতে চায়। গত ২০১৭-২০১৮ অর্থ বছরে বাংলাদেশ কোরিয়ায় রপ্তানি করেছে ২৫৪.৮৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করা হয়েছে ১২৪০.৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এ বাণিজ্য ব্যবধান কমাতে উভয় দেশ একমত। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল এর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি। তিনি বলেন, কোরিয়া বাংলাদেশের তৈরি পোশাক খাতে দীর্ঘদিন ধরে কাজ করছে। তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। খবর বাসসের।
বাংলাদেশ সময়: ১১:০৯:২১ ৫০৫ বার পঠিত #কোরিয়ার প্রধানমন্ত্রী #টিপু মুন্শ্ #হু কং ইল #১০০ ব্যবসায়ী