সোমবার, ১ জুলাই ২০১৯
বংশীকুন্ডা কলেজে নবীনবরণ
Home Page » বিবিধ » বংশীকুন্ডা কলেজে নবীনবরণস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃ
এসেছে শত পুষ্পের দল,করছি তাদের বরণ।
হাতে হাতে শোভা পাবে, তাদের দেওয়া মন ।
বিশাল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব,
সেই সৃষ্টির বরনে হচ্ছে কলরব।
প্রতিদিনেই নবীন বাড়বে,প্রবীন হবে সবাই।
সুনামগঞ্জের মধ্যনগর থানার টাংগুয়া হাওর পারের বিদ্যাপীঠ বংশীকুন্ডা কলেজে গতকাল রবিবার (৩০ জুলাই) একাদশ শ্রেনীর নবীণ শিক্ষার্থীদের নবীন বরণ ২০১৯ ইং অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কলেজের গর্ভনিংবডির সভাপতি রাসেল আহমদ, কলেজের অধ্যক্ষ নূরুল আমিন, প্রভাষক দেলোয়ার হোসেন,সোনিয়া খানম,সুমি হাসান,মো.আলমগীর হোসেন।
এছাড়াও আরও বক্তব্য দেন গর্ভনিংবডির সদস্য মঞ্জিত তালুকদার।
উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর তৎকালীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ নিরলস প্রচেষ্টার মাধ্যমে এলাকার জনগনকে সাথে নিয়ে স্থাপিত করেন বংশীকুন্ডা কলেজ। যার ফলে প্রতিষ্ঠানটি এলাকার উচ্চ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।