শনিবার, ২৯ জুন ২০১৯

সাভারে মাসব্যাপী স্বপ্নস্বর আবৃত্তি কর্মশালার উদ্বোধন

Home Page » আজকের সকল পত্রিকা » সাভারে মাসব্যাপী স্বপ্নস্বর আবৃত্তি কর্মশালার উদ্বোধন
শনিবার, ২৯ জুন ২০১৯



 

  ইউএনও পারভেজুর রহমানস্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ- আবৃত্তি শিল্পের বিকাশে দেশবরেণ্য আবৃত্তি শিল্পীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঢাকার সাভারে স্বপ্নস্বর আবৃত্তি সংগঠন আয়োজিত মাসব্যাপী প্রযোজনা ভিত্তিক আবৃত্তি কর্মশালার উদ্বোধন হলো গত ২৮ জুন ২০১৯ শুক্রবার। উক্ত কর্মশালার উদ্বোধন করেন সাভারের উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান। সংগঠনের সভাপতি শাহানা জাহান সিদ্দিকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রন্জন শিশিরের সন্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দীপক কুমার রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভারের সভাপতি কাদের তালুকদার, সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব স্মরণ সাহা, বীর মুক্তিযাদ্ধা খ ম হামিদ রন্জু, বীর মুক্তিযাদ্ধা কবি আ খ ম সিরাজুল ইসলামসহ সাভারের সুধীজন। সাংগঠনিক সম্পাদক শ্রাবন্তী ঘোষের গাওয়া আনন্দলোকে মঙ্গলালোকে … গানের মাধ্যমে শেষ হয় উদ্বোধন পর্ব। উদ্বোধনী সেশন পরিচালনা করেন মানসিক স্বাস্থ্যের কনসালটেন্ট ও প্রশিক্ষক মকসুদ মালেক। কর্মশালায় বিভিন্ন বয়সী ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। শুদ্ধ স্বরে মুক্তির স্বপ্নে সাভারে কাজ করে চলেছে সংগঠনটি। আরও উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ মো. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা।

 

 

ছবি নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ সময়: ১২:৩১:৩৩   ১০৬৫ বার পঠিত   #  #  #  #  #