শনিবার, ২৯ জুন ২০১৯
স্মৃতিতে, নীলাম্বরি - ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » স্মৃতিতে, নীলাম্বরি - ম, বজলুর রাহমান
অন্যের কথা, জানিনা
দেখেছি নিজে, নিজেরই সীমানা।
তাই। নিজেরে জাগাই, নিত্যদিন
অথচ, কেউ জেনে যায়,লোকটা উদাসীন।
কীভাবে যে, ভুল করে ফেলি !
আসলে, ভুল হয়ে যায়, কেবলই।
কখনো আবাহনে, কখনো আলাপনে
আঙুলে: কবিতা্য় বানানে।
যেন ভুলের ‘ভুলভুলাইয়া’, চেতনার গহীনে।
অতশত না ভেবে
সেই ফেলে আসা কবে।
লিখেছিলাম-’ইতি, তোমার…’
তুমি, আবির বর্ণ
প্রেম বেঁচে ছিল, তখনো।
বুঝি ফুরিয়ে গেল সময়। বড় অসময়ে।
দগ্ধ দিনে, মানুষ
খোঁজে অন্ধকারের ছায়া, নির্নিমেষ।
খুঁজি আমিও। আঁধারের সমারোহ।
ভাঙা খেলাঘরে, বিউভল শিশু
আঁধারকে আমি, বলতে পারিনা কিছু।
নীলাম্বরি স্মৃতিতে; আমার, আজও সমীহ
——————————————
২৯ জুন , ২০১৯।
বাংলাদেশ সময়: ৮:২২:৩৮ ৬৩৭ বার পঠিত #নীলাম্বরি - ম #বজলুর রাহমান #বজলুর রাহমানের কবিতা বাংলা কবিতা #বাংলাদেশের কবিতা #ম #শ্রেষ্ঠ বাংলাকবিতা #স্মৃতিতে