শনিবার, ২৯ জুন ২০১৯
আলহামদুুলিল্লা ! সেরে উঠছেন মাহমুদউল্লাহ
Home Page » ক্রিকেট » আলহামদুুলিল্লা ! সেরে উঠছেন মাহমুদউল্লাহ
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: আগের চেয়ে কিছুটা সেরে উঠেছেন মাহমুদউল্লাহ। ক্রাচ ছাড়াই হাঁটতে পারছেন তিনি। এর আগে সাউদাম্পটনে টিম বাসে মাহমুদুল্লাহ উঠেছিলেন ক্রাচে ভর দিয়ে। এরপর বার্মিংহামে এসে ধীরে-ধীরে সেরে উঠছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান।
গত সোমবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করার সময় কাফ মাসলে টান লেগেছিল মাহমুদউল্লাহর। প্রাথমিক চিকিৎসা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়েই করেছিলেন ২৭ রান। ম্যাচ শেষে স্ক্যান রিপোর্টে জানা যায়, নিচু মাত্রার টিয়ার রয়েছে মাসলে।
ফিজিও অবশ্য জানিয়ে দেন, কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন ডানহাতি ব্যাটসম্যান। বাস্তবেও সেটাই হচ্ছে। চার দিনের ব্যবধানে ইনজুরির অনেকটাই উন্নতি হয়েছে।
শুক্রবার (২৯ জুন) ছেলেকে নিয়ে জুমার নামাজ পড়তে যান মাহমুদউল্লাহ। নামাজের আগে-পরে ক্রাচ ছাড়া বেশ সাবলীলভাবে হেঁটে ওঠেন গাড়িতে। তবে টিম হোটেল থেকে বের হওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।
মাহমুদউল্লাহ নিজে কিছু না বললেও ২ জুলাই ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে আশাবাদী খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশের টিম ম্যানেজার বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস, ভারত ম্যাচের আগে মাহমুদউল্লাহ সেরে উঠবে। এখন সে বেশ ভালোই আছে। সামান্য সুযোগ থাকলেও সে ভারতের বিপক্ষে অবশ্যই খেলবে।
বাংলাদেশ সময়: ৭:৪১:৫৬ ৪৯৭ বার পঠিত #ক্রিকেট বিশ্বকাপ #বাংলাদেশ বিশ্বকাপ-২০১৯ #বিশ্বকাপে বাংলাদেশ #মাহমুদউল্লাহর ইনজুরি বিশ্বকাপে