শুক্রবার, ২৮ জুন ২০১৯
নির্মিত হতে চলেছে ‘বঙ্গবন্ধু’ মানমন্দির
Home Page » অর্থ ও বানিজ্য » নির্মিত হতে চলেছে ‘বঙ্গবন্ধু’ মানমন্দিরবঙ্গ-নিউজঃ ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তিতে নানা মাইলফলক স্পর্শ করে চলেছে বাংলাদেশ। গত বছর মহাকাশের পথে ডানা মেলে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এর মাধ্যমে আমাদের দীর্ঘদিনের লালিত এক স্বপ্ন বাস্তব রূপ পায়।
আমাদের আরও একটি স্বপ্ন ডানা মেলতে যাচ্ছে। এই স্বপ্নের নাম ‘বঙ্গবন্ধু মানমন্দির’। আর এই মানমন্দির নির্মিত হচ্ছে ঢাকার অদূরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
সুখবরটি সবার অজানা ছিল। খবরটি সামনে নিয়ে এসেছেন লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।
শুক্রবার (২৮ জুন) বিভিন্ন পত্র-পত্রিকায় ‘একটি স্বপ্ন’ শিরোনামে তার একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেই প্রবন্ধে তিনি জানিয়েছেন, পৃথিবীতে তিনটি পূর্ব পশ্চিম বিস্তৃত রেখা আছে, সেগুলো হলো কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এবং বিষুব রেখা। ঠিক এরকম চারটি উত্তর দক্ষিণ বিস্তৃত রেখা আছে, সেগুলো হলো শূন্য ডিগ্রি, ৯০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি এবং ২৭০ ডিগ্রি দ্রাঘিমা।
চারটি উত্তর দক্ষিণ রেখা এবং তিনটি পূর্ব পশ্চিম রেখা, সব মিলিয়ে বারো জায়গায় ছেদ করেছে। বারোটি বিন্দুর দশটি বিন্দুই পড়েছে সাগরে মহাসাগরে। এর মধ্যে শুধু দুইটি ছেদবিন্দু পড়েছে স্থলভাগে। এর একটি পড়েছে সাহারা মরুভূমিতে আর অন্য বিন্দুটি বাংলাদেশে। আরও নির্দিষ্ট করে বললে কর্কট ক্রান্তি এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ছেদবিন্দুটি পড়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।
ঠিক এখানেই বঙ্গবন্ধুর নামে মানমন্দির নির্মাণের প্রস্তাব উঠেছে।
সম্প্রতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি উত্থাপন করেন জাফর ইকবাল।
প্রবন্ধে তিনি জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানমন্দির’স্থাপন করার জন্য একটা প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কারিগরি কমিটি তৈরি করে এরইমধ্যে একটি সভাও হয়ে গেছে।
গুগল ম্যাপে খুব সহজেই ছেদবিন্দুটি দেখা যাবে। ফরিদপুরের কাছে ভাঙ্গা গুগল ম্যাপে গিয়ে 23.5N 90E লিখলে সেটি কর্কট ক্রান্তি এবং ৯০ ডিগ্রি দ্রাঘিমা কোথায় ছেদ করেছে সেটা দেখিয়ে দেবে।
মানমন্দির তৈরি করার জন্য ভাঙ্গাকে একেবারে আদর্শতম জায়গা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেননা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত ৫৫ কিলোমিটার পথ হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এবং এশিয়ান হাইওয়ের করিডোর-১ এর অংশ।
এখানে বঙ্গবন্ধুর নামে মানমন্দির নির্মিত হলে তা হয়ে উঠবে অন্যতম পর্যটন কেন্দ্র।
বাংলাদেশ সময়: ২১:৩৮:৫২ ৭৯০ বার পঠিত #statue #বঙ্গবন্ধু #বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান #মানমন্দির #মুজিব