শুক্রবার, ২৮ জুন ২০১৯
দানব- তাহমিনা বেগম
Home Page » সাহিত্য » দানব- তাহমিনা বেগম
একি ধরাধাম!
জীবনের নেই কোনো দাম
যেন শয়তানেরা হলি উৎসব করছে
মানুষরূপী বিকৃত রুচির আখড়া তৈরি হচ্ছে
যতো দিন যাচ্ছে একে একে কোপানলে পুড়ছে
নয়মাসের শিশু আপন চাচা নামক নরাধমের বেড়াজালে ধর্ষিতা
বরগুণায় নরপশুদের হাতে বধূর সামনে স্বামীর
ধ্বংসলীলা
সহ্যসীমা ধৈর্যসীমা লংঘিত হচ্ছে,স্নায়ুর চাপ ক্রমান্বয়ে বাড়ছে
ঘর, বাহির কোথাও নেই নিরাপত্তা
সবকিছুই লাপাত্তা
মানবতা তুমি কি আজ মেতেছ ধ্বংসলীলায়!
কবে উদিত হবে নতুন সূর্যোদয়?
মানবের শত্রু মানব
যেন সব আস্ত দানব।
বাংলাদেশ সময়: ২:৫৫:১৬ ৬৪৩ বার পঠিত #দানব #রিফাত হত্যা #স্ত্রীর সামনে স্বামীকে হত্যা