বুধবার, ২৬ জুন ২০১৯
রাজশাহীর বাগানে গিয়ে আমের স্বাদ নিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত
Home Page » আজকের সকল পত্রিকা » রাজশাহীর বাগানে গিয়ে আমের স্বাদ নিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত
বঙ্গ-নিউজঃ রাজশাহীর বাগানে গিয়ে আমের স্বাদ নিলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বর। তিনি আম খেয়ে এর প্রশংসা করেন।
মঙ্গলবার রাজশাহী সফরে যান ব্রিটিশ হাই কমিশনার। বিকালে রাজশাহী পৌঁছে আম খেতে চান তিনি। এসময় তিনি মহানগরীর তেরোখাদিয়া এলাকায় একটি আমের বাগানে যান। সেখানে বাগান মালিক তাকে আমের বাগান ঘুরে ঘুরে দেখান। তাকে বিভিন্ন জাতের আমের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। জানানো হয় বিখ্যাত সব আম সম্পর্কে।
এ সময় রাষ্ট্রদূতকে বাগানে থাকা ল্যাংড়া আম গাছ থেকে পেড়ে খাওয়ানো হয়। পরে রাজভোগ এবং ব্যাগিং করা আম্রপালিও খাওয়ানো হয়। তিনি এই আম তৃপ্তি সহকারে খান।
বাগানে গিয়ে রাজশাহীর আমের স্বাদ নিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত
আম খাচ্ছেন ব্রিটিশ রাষ্ট্রদূত।
রাজশাহীর ল্যাংড়া আম খাওয়ার পর ব্রিটিশ রাষ্ট্রদূত এর সুনাম করেন। তিনি বলেন, রাজশাহীর আম খুবই মিষ্টি। এ আম অনেক স্বাস্থ্যসম্মত। বাগানে এসে খুবই ভালো লেগেছে।
এ বিষয়ে ওই বাগান মালিক ও রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন তার বাগানে আম দেখতে গিয়েছিলেন।বাগানে গিয়ে রাজশাহীর আমের স্বাদ নিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত
রাজশাহীর বাগানে গিয়ে আমের স্বাদ নিলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বর। তিনি আম খেয়ে এর প্রশংসা করেন।
মঙ্গলবার রাজশাহী সফরে যান ব্রিটিশ হাই কমিশনার। বিকালে রাজশাহী পৌঁছে আম খেতে চান তিনি। এসময় তিনি মহানগরীর তেরোখাদিয়া এলাকায় একটি আমের বাগানে যান। সেখানে বাগান মালিক তাকে আমের বাগান ঘুরে ঘুরে দেখান। তাকে বিভিন্ন জাতের আমের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। জানানো হয় বিখ্যাত সব আম সম্পর্কে।
এ সময় রাষ্ট্রদূতকে বাগানে থাকা ল্যাংড়া আম গাছ থেকে পেড়ে খাওয়ানো হয়। পরে রাজভোগ এবং ব্যাগিং করা আম্রপালিও খাওয়ানো হয়। তিনি এই আম তৃপ্তি সহকারে খান।
রাজশাহীর ল্যাংড়া আম খাওয়ার পর ব্রিটিশ রাষ্ট্রদূত এর সুনাম করেন। তিনি বলেন, রাজশাহীর আম খুবই মিষ্টি। এ আম অনেক স্বাস্থ্যসম্মত। বাগানে এসে খুবই ভালো লেগেছে।
এ বিষয়ে ওই বাগান মালিক ও রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন তার বাগানে আম দেখতে গিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৩০:৫৩ ১১৪২ বার পঠিত #আম #ব্রিটিশ #ব্রিটিশ রাষ্ট্রদূত #রাজশাহী #রাজশাহীর আম