মঙ্গলবার, ২৫ জুন ২০১৯

স্বপ্নহীন- তাহমিনা বেগম

Home Page » সাহিত্য » স্বপ্নহীন- তাহমিনা বেগম
মঙ্গলবার, ২৫ জুন ২০১৯



 স্বপ্নহীন

মিথ্যার বেশাতি করে লাভ কি বলো
একদিন তুমিই তো দেখিয়েছিলে আলো
ছলনাই যদি ছিল মনে
কেন আশা জাগালে!
মরুহীন জীবনে মহীরুহ হয়ে এলে
কি এক তৃষায় কাতর হলেম
ভিনগ্রহ থেকে এলিয়েনের বেশে
হঠাৎ ধরাধামে এলে
খুশিতে ডগমগ এই আমি
ময়ূরের মত পেখম মেলি।

তুমি বলেছিলে প্রিয় ভালবাসি
নীল শাড়ী এলোচুলে
খোঁপায় জড়ানো বেলিফুলে
আমি কাদম্বীনি বেশে
বড্ড এলোকেশে
তোমার ভালোলাগার
আশে এসেছি পাশে
হেরে গেলাম তোমার চপল, উতল মনের কাছে।

সেই তুমি এই তুমি!
ক্ষণতরের ভালোলাগার মোহে
একটি জীবনের স্বপ্ন ঘুচিয়ে দিলে
আমি আজ স্বপ্নহীন
ফুলেরাও রঙহীন,গন্ধহীন
তোমার ক্ষণেক চাওয়ার মূল্য দিতে হলো
একটি হৃদয় চূর্ণবিচূর্ণ করে
হৃদয়ের দাম এভাবে দিলে
সকল স্বপ্নকে দুপায়ে মাড়িয়ে!

তাহমিনা বেগম

বাংলাদেশ সময়: ০:০২:২১   ৬৬৮ বার পঠিত   #  #  #  #