সোমবার, ২৪ জুন ২০১৯
মধ্যনগরে ট্রলার চালক সুজন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন!
Home Page » English News » মধ্যনগরে ট্রলার চালক সুজন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন!স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে আজ (২৪ জুন) দুপুর আইড়ায় ট্রলার চালক সুজন সরকারের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জুন মধ্যনগর সদর ইউনিয়নের হরিপুর গ্রামের আশুতোষ সরকারের ছেলে সুজন সরকার (২৮) নিজ বাড়ী থেকে ট্রলার নিয়ে মধ্যনগর বাজার সংলগ্ন পিঁপড়াকান্দা গ্রামের সামনের সড়ক থেকে যাত্রী নিয়ে পাশ্ববর্তী তাহিরপুর উপজেলার উদ্দ্যেশে রিজার্ভ ভাড়া নিয়ে রওনা হলে সাড়া দিন অতিবাহিত হওয়ার পরও সারাদিন ট্রলার চালক সুজন সরকারের কোনো রকম খোঁজ পায়নি তার পরিবার। পরদিন বৃহস্পতিবার(১৩ জুন) নিখোঁজের পরিবারের কাছে তার ফোন নম্বরে ফোন করে অপরিচিত একজন লোক জানায় নিখোঁজ সুজনকে ফেরত পেতে চাইলে ৩লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। তাৎক্ষনিক নিখোঁজ সুজন সরকারের চাচা প্রভাত সরকার বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ জুন ২০১৯) বিকেলে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন।কিন্তু সুজনের পরিবার মুক্তিপণের ৩ লক্ষ টাকা না দিতে পারায় ট্রলারে থাকা ৩ জন দূরবৃত্ত ঐ এলাকার টিপিরকোনা গ্রামের লালচাঁনের ছেলে কাজল মিয়া(২৫),বলরামপুর গ্রামের লিটন মিয়ার ছেলে তানভির মিয়া(২৪),মাছুয়াকান্দা গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোশাররফ হোসেন (৩০) ট্রলার চালক সুজনের হাত-পা বেঁধে টগার হাওরে ফেলে দেয়। পরে মধ্যনগর থানা পুলিশ গ্রেফতারকৃত আসামী কাজল মিয়ার তথ্যমতে টগার হাওর থেকে নিখোঁজের ১০ দিন পর ট্রলার চালক সুজন সরকারের লাশ উদ্ধার করে।পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তরা বলেন যারা সুজনকে নির্মমভাবে হত্যা করেছে। এরা পূর্বের অনেক ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এই জঘন্য খুনীদের দ্রুত বিচার আইনের মামলায় এনে কঠোর শাস্তির ব্যাবস্হা করা হোক। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে ভবিষ্যতে আর কেউ যেন এমন ঘৃনিত হত্যাকাণ্ড করতে না পারে।
বর্তমানে এই বিষয় নিয়ে মধ্যনগর অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান।
বাংলাদেশ সময়: ১৮:৫১:১৬ ১১৬১ বার পঠিত #মধ্যনগরে মানববন্ধন