
রবিবার, ২৩ জুন ২০১৯
ভাঙ্গায় তিন ভূয়া ডিবি পুলিশ আটক
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় তিন ভূয়া ডিবি পুলিশ আটকব্যুরো চিফ, ফরিদপুর- ফরিদপুরের ভাঙ্গায় শনিবার বিকালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে, তিন ভূয়া ডিবি পুলিশকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল আলী মিয়ার ৯৩ হাজার পাঁচশত টাকা ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় এই তিন ব্যক্তিকে আটক করে সাধারণ জনগণ থানা পুলিশের হাতে তাদেরকে তুলে দেয়। আটককৃতরা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০), কুষ্টিয়া সদর থানার মদনপুর গ্রামের মিজানুর রহমান প্রামানিক (৩১), একই থানার হরেকৃষ্ণপুর গ্রামের আনিসুর রহমান (৪০) বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তিন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ভাঙ্গার মালিগ্রাম হাটের গরু ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিঃ মিঃ দূরে আজিমনগর মোড়া নামক জায়গায় ন্থানীয় জনতা এদের ব্যবহৃত প্রাইভেট কার থামিয়ে এদের আটক করে। চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, এরা প্রতারক দলের সদস্য, তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৫:২৩ ১৭১০ বার পঠিত #ভাঙ্গায় তিন ভূয়া ডিবি পুলিশ আটক