শনিবার, ২২ জুন ২০১৯
মধ্যনগরে নিখোঁজকৃত ট্রলার চালকের লাশ উদ্ধার
Home Page » সারাদেশ » মধ্যনগরে নিখোঁজকৃত ট্রলার চালকের লাশ উদ্ধারআল-আমিন আহমেদ সালমান,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার হরিপুর গ্রামের নিখোঁজকৃত মৃত আশুতোষ সরকারের ছেলে সুজন সুজন সরকার(২৮) এর লাশ ১০ দিন পর আজ (২২ জুন)শনিবার দুপুর সাড়ে ১২টায় গ্রেফতারকৃত আসামী কাজলের তথ্যমতে হাত পা বাঁধা অবস্থায় টগার হাওর সংলগ্ন বালীজুরী পশ্চিমের খাল থেকে উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে টিপিরকোনা গ্রামের লালচানের ছেলে কাজল মিয়া(২৫),বলরামপুর গ্রামের লিটন মিয়ার ছেলে তানভির মিয়া(২৪),মাছুয়াকান্দা গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোশাররফ হোসেন (৩০)।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান,গত ১২ জুন ট্রলার চালক সুজন সরকার রিজার্ভ ভাড়া নিয়ে টাংগুয়ার হাওর পার হয়ে বাধাঘাট ভাড়া নিয়ে যায়।সুজন সরকারের ট্রলার ভাড়া ছিল ২,০০০ টাকা কিন্তু ট্রলারে থাকা যাত্রীরা তাকে দিতে চেয়েছিল ১৫,০০ টাকা। ট্রলার চালক সুজন সরকার ৫০০ টাকা কম মানতে না চাইলে ট্রলারে থাকা দুর্বৃত্তরা তার হাত পা বেঁধে পানিতে ফেলে দেয়।পরে আজ দুপুর সাড়ে বারোটায় টগার হাওর সংলগ্ন বালীজুরী পশ্চিমের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:০৭:২০ ১১৩০ বার পঠিত #ট্রলার চালক #লাশ #সুজন সরকার