বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯

কোথায় তুমি? হ্যামিলনের বাঁশীওয়ালা - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » কোথায় তুমি? হ্যামিলনের বাঁশীওয়ালা - ম, বজলুর রাহমান
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯



ম, বজলুর রাহমান

 

 লুট

কাটছে কুট কুট।
ইঁদুর জমছে মাঠে, ঘাটে বাটে
উলুখাগড়ার তল্লাটে।

 

উলুখাগড়াই বটে!
ইচেছ হলেই কাটে।
শ্বদন্ত। অনিশ্চিত গন্তব্য।
লুট আর চুরি
যেন, ডাল ভাত, খই মুড়ি।

কেউ লোটে, অর্থ
কেউ বা স্বার্থ
কেউ আবার সম্পদ। লক্ষ্য পদ।
কেউ লোটে, নারীর সম্ব্রম। সানন্দে
ফিরে যায়, পশু জন্মে।

যার, নিজেরই শাস্তি পাবার কথা
সে-ই দিচেছ, ’ফতোয়া’
আহা! কী আজব ধাঁধাঁ।
’চোরের মার বড় ঘলা
রোজ রোজ কানমলা।

কোথায় তুমি? হ্যামিলনের বাঁশীওয়ালা।
————————————————
১৯ জুন, ২০১৯

বাংলাদেশ সময়: ১৮:০০:১১   ৯৮৭ বার পঠিত   #  #  #