বুধবার, ১৯ জুন ২০১৯
বৃষ্টিরে বিষ্টি! - ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » বৃষ্টিরে বিষ্টি! - ম, বজলুর রাহমান
বিশ্বকাপ ক্রিকেট
কেটে টিকেট-
কেউ মাঠে।গৃহে, কোটি দর্শক
উৎসুক
চোখ। আঁকড়ে টিভি
একী!
সারাসরি নয়, ’রিপিট’।
ক’দিন ধরেই দেখছি
দল নয়; খেলে চলেছে বিষ্টি।
কী দারুণ, নিয়মের প্যাচ
বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ।
‘জায়েন্ট হান্ট’ এর লড়াই
জমছে থোড়াই।
অঘটন! পয়েন্ট এর সম বন্টন।
যে সাম্য, নয় কারোই কাম্য।
বৃষ্টিরে বিষ্টি, যা ফিরে
দিলাম তোরে
জম্মের কিড়ে…।
——————————–
১৩ জুন, ২০১৯
বাংলাদেশ সময়: ১০:১০:৪৫ ৬৯৫ বার পঠিত # #ক্রিকেট নিয়ে কবিতা বিষ্টি #বাংলাা কবিতা বিষ্টি #ম #রাহমানের কবিতা বিষ্টি