বুধবার, ১৯ জুন ২০১৯

ঢাকা-বরিশাল নৌ-পথে চলাচল করা সুন্দরবন-১০ লঞ্চে আগুন

Home Page » জাতীয় » ঢাকা-বরিশাল নৌ-পথে চলাচল করা সুন্দরবন-১০ লঞ্চে আগুন
বুধবার, ১৯ জুন ২০১৯



 

ছবি:ইন্টারনেট থেকে    বঙ্গ-নিউজ: ঢাকা-বরিশাল নৌ-পথে চলাচল করা সুন্দরবন-১০ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চটি মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে চাঁদপুরের কাছাকাছি মাঝের চর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

হঠাৎ আগুন লাগার খবরে আতিঙ্কত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার সময় তাদের অনেকে নদীতে ঝাঁপ দেয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিলেন বলে জানা গাছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

লঞ্চের তিনতলায় পেছনের দিকে সোফার অংশে আগুন লাগে বলে জানিয়েছেন লঞ্চের সুপারভাইজার মো. হারুন অর রশীদ।

তিনি গণমাধ্যমকে বলেন, ধোঁয়া নির্গমনকারী পাইপ গরম হয়ে তিন তলার সিলিংয়ে ও সোফায় আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চাঁদপুরের ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি আরও বলেন, লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

লঞ্চের একাধিক যাত্রী জানান, আমরা কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। অনেকে দৌঁড়ে ছাদেও উঠেছে সে সময়। তবে পরে কাউকে ঝাঁপ দিতে দেখেননি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ৮:৪৫:২৫   ৬৩৩ বার পঠিত   #  #  #