সোমবার, ১৭ জুন ২০১৯
জুজু : ম, বজলুর রাহমান -
Home Page » বিনোদন » জুজু : ম, বজলুর রাহমান -
যখন, ছিলাম গাঁয়
সেই, ছোট্ট বেলায়
নিস্তব্দ রাতে; পেছনের বুড়ো আম গাছটায়
হঠাৎই-কু কু কু। তিন বার উঠতো ডাকি
দাদী বলতেন- ‘ওই ডাকছে কোঁক পাখি,’
’দাদা ভাই, সিগগির তাড়া’
তারপর,কুপির শিখায় দিতেন সরতার হাতল পোড়া।
ছ্যাঁকা পেয়ে, পায়; যেন ত্বরিৎ উড়ে যায়…
সবটাই ছিল কুসংস্কার। দেখেছি বারবার।
সেসব কথা, এখন স্মৃতির ঠোঁটে
প্রজন্মান্তরে অনেকটা অচেনাও বটে।
তবে দাদীমাকে দেখেছি, মানতেন
শীর্ণ হাতে, ওভাবেই কু’র আড়াল টাতেন।
এখন, শুধু রাতেই নয়
ঠাঠা রোদ্দুরেও শোনা যায়
কু-ডাক। নষ্ট কাকগুলো উড়ায় ধুলো,
সবতাতে ডুবায় নুলো।
আজ দাদীমা নেই। কারে শুধাই?
কী দিলে পোড়া
দূর হবে, অবগুন্ঠনে মোড়া
সব অশুভ, কু
জগদ্দল জুজু।
—————————–
১৫ন জুন, ২০১৯ ।
বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪৬ ৫৬৮ বার পঠিত #জুজু #জুজু-বাংলা কবিতা #বজলুর রাহমানের কবিতা #ম #শ্রেষ্ঠ বাংলা কবিতা