রবিবার, ১৬ জুন ২০১৯
আমার বাবা অনুপ্রেরনার এক বন্ধুর নাম- অসীম সরকার
Home Page » Wishing » আমার বাবা অনুপ্রেরনার এক বন্ধুর নাম- অসীম সরকারছয় মাস বয়সে বাবা তার মাকে হারিয়েছিলেন৷ বড় হয়েছেন পিসির কাছে৷ বাবার বাচাঁর কোন বিশ্বাস ছিলনা বলে নাম রাখা হয়েছিল অবিশ্বাস৷ আমরা যখনই ভর্তি হতে যেতাম বাবার অবিশ্বাস নাম রাখার গল্পটা বলতেই হত৷ বাবার প্রাতিষ্ঠানিক পড়ালেখার খাতাটা শূন্য কিন্তু তিনি একজন শিক্ষানুরাগী৷ আমাদের গ্রামে প্রাথমিক বিদ্যালয় ছিলনা তাই অন্য সকলকে তাগাদা দিতেন স্কুল প্রতিষ্ঠার জন্য৷ বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করতেন স্কুলের সংস্কারের জন্য৷ অনেকেই ছাত্র নেই বলে ধান দিতে না চাইলে বলতেন, আপনাদের নাতিরা তো পড়বে৷
আমরা তিন ভাই এক বোন৷ বড় ভাইকে পড়াতে না পারলেও অন্য সবাইকে স্নাতকোত্তর পর্যন্ত পড়িয়েছেন৷ আমি যখন পড়তে বসতাম পড়ার ফাকে ফাকে গান টানলে নিষেধ দিতেন না বরং উৎসাহ দিতেন এবং ভুল হলে শুধরে দিতেন৷ আজ পর্যন্ত বাবা কোন কারনে আমাদের গায়ে হাত তুলেননি৷ এই কারনে আজ কোন অপরাধ করারও সাহস পাইনি৷ আমার কাছে আমার বাবাই সেরা তবে বাবার একটা বদ অভ্যাস যে তিনি ধূমপান করেন৷ এটা আমার খুব অপছন্দের৷ তবে তিনি আমাদের সবাইকে খেতে নিষেধ করেন৷ আমরা কেউ ধূমপান করিনা৷ এমনকি মা বোন বৌদি পর্যন্ত পান জর্দা গুল খায় না৷
বাবা কৃষকের সন্তান বলে কৃষিকাজটা সুনিপুণ ভাবেই শিখিয়েছেন৷ স্কুল থেকে এসে আমিও বাবাকে সাহায্য করতাম৷ বাবা কোন কাজকে ছোট করে দেখেন না৷ শ্রমজীবী মানুষকে সম্মান করার শিক্ষা দিয়েছেন৷ বাবা খুব আদর করতেন এখনও করেন৷ আমার অনুপ্রেরণার এক বন্ধুর নাম বাবা৷
কোন শিক্ষক কর্তৃক ছাত্রদের মারধর করার বিরোধী ছিলেন৷ বাবা বলতেন ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে পড়ানো উচিত মারধর করা মোটেই সমীচীন নয়৷
প্রতিদিনই হোক বাবা দিবস৷সকল বাবাদের প্রতি শ্রদ্ধা৷
লেখকঃসম্পাদক,গাঙুড়
বাংলাদেশ সময়: ২০:১৭:৫৪ ৬৫৫ বার পঠিত #অসীম সরাসরি #বাবা দিবস