আমার বাবা অনুপ্রেরনার এক বন্ধুর নাম- অসীম সরকার

Home Page » Wishing » আমার বাবা অনুপ্রেরনার এক বন্ধুর নাম- অসীম সরকার
রবিবার, ১৬ জুন ২০১৯



অসীম সরকার

ছয় মাস বয়সে বাবা তার মাকে হারিয়েছিলেন৷ বড় হয়েছেন পিসির কাছে৷ বাবার বাচাঁর কোন বিশ্বাস ছিলনা বলে নাম রাখা হয়েছিল অবিশ্বাস৷ আমরা যখনই ভর্তি হতে যেতাম বাবার অবিশ্বাস নাম রাখার গল্পটা বলতেই হত৷ বাবার প্রাতিষ্ঠানিক পড়ালেখার খাতাটা শূন্য কিন্তু তিনি একজন শিক্ষানুরাগী৷ আমাদের গ্রামে প্রাথমিক বিদ্যালয় ছিলনা তাই অন্য সকলকে তাগাদা দিতেন স্কুল প্রতিষ্ঠার জন্য৷ বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করতেন স্কুলের সংস্কারের জন্য৷ অনেকেই ছাত্র নেই বলে ধান দিতে না চাইলে বলতেন,  আপনাদের নাতিরা তো পড়বে৷
আমরা তিন ভাই এক বোন৷ বড় ভাইকে পড়াতে না পারলেও অন্য সবাইকে স্নাতকোত্তর পর্যন্ত পড়িয়েছেন৷ আমি যখন পড়তে বসতাম পড়ার ফাকে ফাকে গান টানলে নিষেধ দিতেন না বরং উৎসাহ দিতেন এবং ভুল হলে শুধরে  দিতেন৷ আজ পর্যন্ত বাবা কোন কারনে  আমাদের গায়ে হাত তুলেননি৷ এই কারনে আজ কোন অপরাধ করারও সাহস পাইনি৷  আমার কাছে আমার বাবাই সেরা তবে বাবার একটা বদ অভ্যাস যে তিনি ধূমপান করেন৷ এটা আমার খুব অপছন্দের৷ তবে তিনি আমাদের  সবাইকে খেতে নিষেধ করেন৷ আমরা কেউ ধূমপান করিনা৷ এমনকি মা বোন বৌদি পর্যন্ত পান জর্দা গুল খায় না৷
বাবা কৃষকের সন্তান বলে কৃষিকাজটা সুনিপুণ ভাবেই শিখিয়েছেন৷ স্কুল থেকে এসে আমিও বাবাকে সাহায্য করতাম৷ বাবা কোন কাজকে ছোট করে দেখেন না৷ শ্রমজীবী মানুষকে সম্মান করার শিক্ষা দিয়েছেন৷ বাবা খুব আদর করতেন এখনও করেন৷ আমার অনুপ্রেরণার এক বন্ধুর নাম বাবা৷
কোন শিক্ষক কর্তৃক ছাত্রদের মারধর করার বিরোধী ছিলেন৷ বাবা বলতেন ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে পড়ানো উচিত মারধর করা মোটেই সমীচীন নয়৷
প্রতিদিনই হোক বাবা দিবস৷সকল বাবাদের প্রতি শ্রদ্ধা৷
লেখকঃসম্পাদক,গাঙুড়

বাংলাদেশ সময়: ২০:১৭:৫৪   ৬৬৫ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

Wishing’র আরও খবর


Alex Righetto, a fine arts painter; He Himself
মধ্যনগর উপজেলাবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন
সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
বঙ্গবন্ধুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা - আলমগীর খসরু
লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর শুভ জন্মদিন আজ
আজ মেজর সুমন তালুকদারের জন্মদিন
শুভ বড়দিন
আমেরিকা থেকে অনুপ্রেরনার সত্য জীবন গল্প শোনালেন বাংলাদেশের গর্বিত সন্তান আমেরিকান নাগরিক বিশ্বসেরা পরিসংখ্যান বিজ্ঞানী প্রফেসর ড. মীর মাসুম আলী
তরুণ প্রজন্মের অহংকার ‘শেখ হাসিনার’ ৭৫তম জন্মদিন আজ
বাউল শাহ আব্দুল করিমের মৃত্যু বার্ষিকী আজ

আর্কাইভ