রবিবার, ১৬ জুন ২০১৯

আষাঢ় - গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » আষাঢ় - গুলশান আরা রুবী
রবিবার, ১৬ জুন ২০১৯



---আষাঢ়ের ঝর বৃষ্টিতে
দু’চোখে শ্রাবণের অশ্রুজল,
উদাসীনি মন ব্যথায় ব্যাকুল
কখন যে  হারাই কুল।
অন্তরটা ভীষন ভয়ে কাতর
ঝড়ের বৃষ্টির জলোচ্ছ্বাস,
ভাসিয়ে নিভে বসত বাস
জীবনটা কেন এত অভিশপ্ত?
বিন্দু  বিন্দু  শিশির কণায়
নদীর কুল ভেসে যায়
গরীব হয়ে জন্ম নিয়ে
নদীর বুকে  শেষ ঠিকানা ।
আষাঢ়ের ঝর বাদলে
ধনিরা হাসে কদম ফুলের গন্ধে
নাচে তারা ছন্দে ছন্দে
মৃত নদী জীবত হয়ে
কেড়ে নিবে সুখ শান্তি
নিঃশ্বাসে লুকানো নিস্তব্ধ বাতাস,
বেদনার অশ্রুতে ভেসে যায় বুক
কেড়ে নেবে গরীবের সুখ।
ভাসিয়ে নিয়ে বসত খানি
বানবাসি করে নদীর তীরে
ছোট কুড়েঘর কেড়ে নিভে নদীর জলে।
বেদনার অশ্রুতে কাঁদে মনের ভুবন
খরস্রোতার রবে না নদীর চর তখন।বর্ষার আকাশ

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৪৮   ৭৯৯ বার পঠিত