শনিবার, ১৫ জুন ২০১৯

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা কুয়েতে

Home Page » জাতীয় » পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা কুয়েতে
শনিবার, ১৫ জুন ২০১৯



ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ৮ জুন দেশটির ছায়ায় ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ও রোদে ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, একইদিন সৌদি আরবের আল-মাজমা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, কুয়েতে চরম তাপপ্রবাহের মধ্যে গেল বুধবার এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা যান। তীব্র রোদের কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন।

দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়েতের গ্রীষ্মকাল এবার বেশ দীর্ঘ হতে চলেছে। এর মধ্যে জুলাইয়ে সেখানকার তাপমাত্রা ৬৮ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।

আরবের আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যায়, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও আঘাত হানবে এ তাপপ্রবাহ।

গত ৭ জুন ইরাকের মেসান প্রদেশে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গেল সোমবার ভারত তীব্র তাপপ্রবাহের শিকার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৪০   ৬৬৩ বার পঠিত   #  #  #  #