শনিবার, ১৫ জুন ২০১৯
জীবন, জীবনের- তাহমিনা বেগম
Home Page » সাহিত্য » জীবন, জীবনের- তাহমিনা বেগমআকাশটা হঠাৎ কেঁদে উঠলো বুকফাটা আর্তনাদে
গুড়ুম গুড়ুম বজ্র নিনাদে।
সেও আজ অন্তর্দহনে নীল থেকে কালো
মনুষ্য জাতির বিষের ছোঁয়ায় কাঁদলো।
কতো আর জীবন মৃত্যুর খেলা চলবে!
দাহ্য হতে দাহ্যতরের হলি
যেন রাক্ষস আর যমপুরি
সর্বত্র রাবণের বিচরণভূমি।
প্রেম তো নয় প্রলোভনের হাতছানি
লোলুপতার ঘোরটোপে যজ্ঞদজ্ঞ
বালিকা থেকে অষ্টাদশীর যৌবনের শিখা
দপ করে নিভে যায় ষণ্ডা আর চণ্ডালের হাতের দলনে।
পরকীয়ার নষ্ট নীড়ে সামাজিক অধঃপতন
মিষ্টি কথন অতঃপর নিড়ানি দিয়ে নিংড়ে
তলিয়ে যাচ্ছে অতল গহ্বরে
সবকিছুর ভীত বড্ড নড়বড়ে।
কেন আজ কোথাও নেই একটু শান্তি
নেই জীবনের দাম!
আর কতোটা সইলে সবকিছু হবে শান্ত
ভেবে ভেবে জীবনটা বড্ড ক্লান্ত।
চৈত্রের ক্ষরায় হাসফাঁস গ্রহণ লেগেছে সর্বত্র
উড়ন্ত শশারের মতোই আজব লাগে সবকিছু
অবাক চোখে উর্ধ্বাকাশে তাকিয়ে রই
সত্যের মুখোমুখি হই আর কতোদিন কতোদিন!
জীবন জীবনের,মানুষ মানুষের
হেসে খেলে করবো হৈ চৈ!
তাহমিনা
বাংলাদেশ সময়: ১৫:০৬:৩৭ ৭৪২ বার পঠিত #কবিতা #তাহমিনা বেগম #বাংলা কবিতা #সমকালিন কবিতা