শুক্রবার, ১৪ জুন ২০১৯
ভ্রমরের প্রেম - গুলশান আরা রুবী
Home Page » সারাদেশ » ভ্রমরের প্রেম - গুলশান আরা রুবীফুলে ফুলে খোঁজে ভ্রমর
প্রেমের ঐ আলিঙ্গনে
এ কেমন সুধা পান করিবে।
ফুলে ফুলে পাঁপড়ি মেলেছে যে ডানা
ভ্রমর করিবে আনাগোনা
সব ভ্রমরে দেবে যে হানা
প্রেমের মধু করিবে পান।
কুসুম কোমল হৃদয় যেমন
ভ্রমর এসে করিবে কনন,
জীবন তরী ভাসবে নিমিষে
মুগ্ধ হয়ে প্রেমের রসে।
পূর্ণিমা রাতে পূবালী বাতাসে
প্রেমের ছোঁয়া লাগবে এসে
হৃদয় ঘরে মন পিয়াসে।
আমার পাপড়ি ঝরবে শেষে
এক এক করে বিন্দু জলের সুভাসে,
ভ্রমর করিবে ফুলের ক্ষত ক্ষত
আসুক ঝড় শত শত,
ছাড়বেনা গর্ত তবো
জোয়ারের মধু পান করিবে তত
প্রেমের ফুটা ফুলে মধু আছে যত।
মনের মন্দিরে করিবে আলিঙ্গন
ভালোবাসা পরশ মাখায় মনে এই ভুবন
জীবন যুদ্ধে করবে শ্রবন
সুখের তুমল মধুর ভজন।
বাংলাদেশ সময়: ২১:২৫:৩২ ৭৩৯ বার পঠিত