শুক্রবার, ১৪ জুন ২০১৯

মধ্যনগরে ট্রলার চালক অপহরন

Home Page » সংবাদ শিরোনাম » মধ্যনগরে ট্রলার চালক অপহরন
শুক্রবার, ১৪ জুন ২০১৯



---

স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার মধ্যনগর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আশুতোষ সরকারের ছেলে ট্রলার চালক সুজন সরকার(২৮) কে দুর্বৃত্তরা নিখোঁজ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে।
নিখোঁজকৃত ব্যক্তির স্বজনেরা জানান,গেল  বুধবার ভোরে নিজ বাড়ী থেকে  ট্রলার নিয়ে  মধ্যনগর বাজার সংলগ্ন পিঁপড়াকান্দা গ্রামের সড়ক  থেকে যাত্রী নিয়ে পাশ্ববর্তী তাহিরপুর উপজেলার উদ্দ্যেশে  রিজার্ভ ভাড়া নিয়ে রওনা হলে সাড়া দিন অতিবাহিত হওয়ার পরও বুধবার সারাদিন ট্রলার চালক সুজন সরকারের কোনো রকম খোঁজ পায়নি তার পরিবার।  বৃহস্পতিবার(১৩ জুন)  নিখোঁজের পরিবারের কাছে তার ফোন নম্বরে ফোন করে  অপরিচিত একজন লোক জানায় নিখোঁজ সুজনকে ফেরত পেতে চাইলে  ৩লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। তাৎক্ষনিক নিখোঁজ সুজন সরকারের চাচা প্রভাত সরকার বাদী হয়ে বৃহস্পতিবার  (১৩ জুন ২০১৯) বিকেলে  মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ জানান , নিখোঁজকৃত সুজন সরকারকে উদ্ধারের জন্য আমাদের দুটি টিম মাঠে তৎফর রয়েছে। তাকে উদ্ধারের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৩৮   ১২৯৪ বার পঠিত   #  #  #  #