শুক্রবার, ১৪ জুন ২০১৯
আজ আমার বিবাহ-বার্ষিকী- ডা.সুরাইয়া হেলেন
Home Page » Wishing » আজ আমার বিবাহ-বার্ষিকী- ডা.সুরাইয়া হেলেন
এইতো এমনি এক দিনে
গায়ে জড়িয়েছিলাম বেনারসী আগুন শাড়ি
হাতে দাসত্বের চুড়ি,পায়ে নূপুর শৃঙ্খল বেড়ী
গলায় সোনার হার নয় ফাঁসির দড়ি।
এসেছিলো ফুল নয় কাঁটার গাড়ি
আপন স্বাধীন নিবাস ছাড়ি
দাসী হয়ে এসেছিলাম পরের বাড়ি
সারাজীবনের তরে মাথায় বাড়ি
কন্যা থেকে জায়া,আমরা যে পরাধীন নারী !
বাংলাদেশ সময়: ১৪:০৯:০৩ ৬৯২ বার পঠিত #কবিতা #বাংলা কবিতা #বিবাহ-বার্ষিকী #সুরাইয়া হেলেন