বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯

অপমৃত্যু - রনজিত চাঙমা

Home Page » বিনোদন » অপমৃত্যু - রনজিত চাঙমা
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯



রনজিত চাঙমা  

  

 

হাজারও মৃত্যুর ভিড়ে তুমি কি দেখেছো কখনও
অহরহ,প্রতিদিন,প্রতি মুহুর্তে,প্রতি ক্ষণে ক্ষণে,
কত যে অপমৃত্যু ঘটে চলেছে নীরবে,নিঃশব্দে
আমাদের আশে পাশে,সন্নিকটে বিচিত্র নব নব সাঁঝে?
হয়ত বলবে,হে দেখছি তো পথে ঘটে,সেখানে সেখানে
গাড়ীর চাপায়,নৌকা লঞ্চ ডুবে,ট্রেন,বিমান এক্সিডেন্টে,
রোগে শোকে,সন্ত্রাসী বা উগ্রবাদীদের হামলায় মসজিদ মন্দিরে কত শত,অঘনন লোক মরছে অকালে।
হিংসা প্রতিহিংসায়,যুদ্ধ বিগ্রহে মরছে তো মরছে 
দেশে দেশে,জনপদে আজকাল হিসাব কে রাখে এ সবে?
কত তাজা প্রান ঝরে যায় মান অভিমান,বিরহ বেদনায়
প্রতিটি দেশে,সমাজে,পরিবারে কারনে অকারনে।
আমি কিন্তু শুধু এ সব মৃত্যুর কথা বলতে চাইনি
আমি বন জঙ্গল,পরিবেশ,সত্য,বিবেকের অপমৃত্যুর কথা বলতে

 

 

চেয়েছি,যা নিজেকে লজ্জিত,অপমানিত দংশিত, করে চলেছে অহরহ প্রতি মুহুর্তে অন্যায় মিথ্যার দাপটে।
মিথ্যা অন্যায়ের রাজত্বে নিজেকে বড়ই অসহায় মনে হয়
যুদ্ধ হয় অবিরাম নিজের মনের গহীণে,বিবেকের সাথে,
এ সবের হাত থেকে কখনও কি আমরা রক্ষা পাবো? 
সমাজ দেশ রাস্ট্র,মানবতা বিবেক আদৌ কি কখনও লজ্জিত হবে? জাগ্রত হবে?
ন্যায়,মানবতা,বিবেকের অপমৃত্যু আজ সার্বজনীন
শিরা উপশিরায় বহমান- অন্যায় মিথ্যার দাপটে,
কলুষিত সমাজ মনন আজ মত্ত উন্মাদনার নৃত্যে।
&&&&&&&&*****************

১৩/৬/২০১৯ইং)

বাংলাদেশ সময়: ১৯:১৪:০০   ৬৮০ বার পঠিত   #  #  #  #