মঙ্গলবার, ১১ জুন ২০১৯

মধ্যনগর-তাহিরপুর নৌরোটে স্পীডবোটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

Home Page » সারাদেশ » মধ্যনগর-তাহিরপুর নৌরোটে স্পীডবোটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
মঙ্গলবার, ১১ জুন ২০১৯



---স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃঈদের ছুটি শেষে  কর্মমুখী মানুষগুলো ফিরতে শুরু করেছে তাদের কর্মস্থলে।সুনামগঞ্জের মধ্যনগর থেকে সিলেট মুখীযাত্রীরা তাহিরপুরে ট্রলার, স্পীড বোটের মাধ্যমে পৌঁছাচ্ছে। সুনামগঞ্জের মধ্যনগর-তাহিরপুর নৌরোটে স্পীডবোট পরিবহনে যাত্রীদের কাছ থেকে  অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে লক্ষ্য করা গেছে,  আজ মঙ্গলবার((১১ জুন)মধ্যনগর তাহিরপুর নৌরোটে ২০ টি স্পীট বোট রয়েছে। প্রতিনিয়তই অতিরিক্ত ভাড়া দিয়ে স্পীড বোটের মাধ্যমে যাত্রীরা তাদের গন্তব্য স্থলে পৌঁছচ্ছে।
যাত্রীরা জানায়, মধ্যনগর থেকে তাহিরপুরে স্পীড বোটের মাধ্যমে পৌঁছতে আমাদের প্রত্যেক যাত্রীকে দিতে হয় ৪০০টাকা করে।যা আমাদের অনেক যাত্রীদের পক্ষে বহন করা সম্ভব নয়।এতে করে যারা সাধারন মানুষ তারা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

স্পীড বোট চালক কুদ্রত আলী জানান, মধ্যনগর -থেকে তাহিপুরে আসা-যাওয়াতে  আমাদের ৩০-৩২ লিটার পেট্রোল লাগে। আমাদের একটি স্পীড বোটে যাত্রী ধারন ক্ষমতা ১০-১২ জন।কিন্তু আমরা ৮ থেকে ১০ নিয়েই আমাদের রওনা হই। স্পীড বোটের সবমিলিয়ে খরচ বেশী হয়।যার কারনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া রাখা হচ্ছে।
এই বিষয়ে মধ্যনগর স্পীডবোট চালক সমিতির সভাপতি দুলাল মিয়া জানান,আমি এতদিন ঢাকায় ছিলাম।যার ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে অবগত ছিলাম না। তাই আগামীকাল থেকে মধ্যনগর - তাহিপুর নৌরোটে যাত্রীর কাছ থেকে আর কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না। প্রত্যেক যাত্রীর কাছ থেকে নির্ধারিত ৩০০ টাকা করে রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:০৩   ৮৪৯ বার পঠিত   #  #  #  #