সোমবার, ১০ জুন ২০১৯

আলো নেই - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » আলো নেই - ম, বজলুর রাহমান
সোমবার, ১০ জুন ২০১৯



ম, বজলুর রাহমান

 

 

আলো আছে। আলো নেই।

জেগে থাকে রাত্রি। অথৈ।

অস্পষ্টতার দোতনা…
পরিচয়টা কী, আর একটু পষ্ট করে দেয়া যেত না?
নিদেনপক্ষে একটি
শুভেচ্ছার টুকরো, করতলে।
নাইবা হতো খাঁটি,
বিস্মরণের কান মলে।

জীবন তো এক, পরিযায়ী
পাখি । নিত্যদিন- বিদায়ী।
পাড়া সহোদর বন্ধু কলিগ,
দেখি, অলীক।
পরিচয় দিতেও কুন্ঠা
আন্তরিকতা… ঘন্টা।

না, কারো কিছু এসে যায় না।
তবু, কেন জানি না-
যৌবনের মাঠ পেরিয়ে
ক্রিকেটের লাল বল, আজও এসে লাগে পাজরে।

আয়নার সামনে, দাড়াই যখন
বলে-’বন্ধুতা’ এখন;দুরবীনে দৃশ্যমান’
————————————–
৯ জুন , ২০১৯

বাংলাদেশ সময়: ১৯:১১:১২   ৬৪৪ বার পঠিত   #  #  #  #  #  #