রবিবার, ৯ জুন ২০১৯
‘হাওরকণ্ঠ’ মোড়ক উন্মোচন সম্পন্ন
Home Page » প্রথমপাতা » ‘হাওরকণ্ঠ’ মোড়ক উন্মোচন সম্পন্নযোবায়ের শামীম, বঙ্গ-নিউজঃহাওরের প্রতিচ্ছবি এই স্লোগান কে সামনে রেখে সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান এর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘হাওরকণ্ঠ’।
গতকাল শনিবার(৮ জুন) সুনামগঞ্জ জেলার মধ্যনগর প্রেসক্লাবে দুপুর দুইটায় ‘হাওরকণ্ঠ’এর মোড়ক উন্মোচন করা হয়।এতে উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম.এ মান্নান,কবি অজয় রায়, কবি ও লেখক জহিরুল ইসলাম জহির, হাওরকণ্ঠের উপদেষ্টা হাওরকবি জীবন কৃষ্ণ সরকার, সম্পাদকমণ্ডলীর সভাপতি আতিকুর রহমান ফারুকী, ত্রৈমাসিক গাঙুর সম্পাদক অসীম সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৫ ৮৭১ বার পঠিত