শনিবার, ৮ জুন ২০১৯
এই তো নিয়তি- তাহমিনা বেগম
Home Page » সাহিত্য » এই তো নিয়তি- তাহমিনা বেগম
জীবনকে ভালবাসি বেঁচে আছি বলে
জানিনা কতোটা আছে ভালোবাসার তাগিদে!
হররোজ একই বুলি নামতার মতো আউড়াই
নিয়মের গতিকে এভাবেই সামলাই।
জরুরী কি না জানিনা তবু বেঁচে থাকতে হয়
ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে পার করি সময়
অনেক সময় মনে হয় এ যেনএক ঝলসানো রুটি
কেন যে এতো কিছুর পরেও ধরে আছি খুঁটি!
কবিতার মতো যদি হতো ছন্দময়
লুটোপুটি খেতাম জীবন হতো আনন্দময়
কেউ কি জানে ভাগ্যের শিকায় কি ঝুলে আছে
মোহের বশে কেন তব বাঁচি কোন আশে!
নিয়তিই বুঝি নির্ধারণ করে দেয় সব
এতো দম্ভ আস্ফালন কেন তব!
একদিন চলে যাবো নিয়মের বাহিরে
তবে কেন গতিতে ছন্দ যেথায় নাইরে।
তবুও নমি জীবন তোমায় প্রতি প্রত্যুষে
আরেকটি নতুন দিন দাও বলে
এভাবেই চলতে চলতে থেমে যাব হায়
এই তো নিয়তি কি করি উপায়!
বাংলাদেশ সময়: ১৬:১৯:৫১ ৮৬৩ বার পঠিত #আধুনিক কবিতা #তাহমিনা বেগম #বাংলা কবিতা #সমকালীন বাংলা কবিতা