শনিবার, ৮ জুন ২০১৯
মুশি, ছন্দালাপ: খালেদ হোসাইন
Home Page » খেলা » মুশি, ছন্দালাপ: খালেদ হোসাইন
মুশি,
আমরা তো ভালোবাসি, আমরা তো খুশি!
স্বাভাবিক হও, সোনা! খেলো স্বাভাবিক,
ব্যাঘ্ররা আমাদের জয় এনে দিক–
এটুকু সকলে চায় তাতে নেই দোষ
হয়তোবা কিছুলোক করে ফোঁস ফোঁস!
যা গেছে তা বাদ দাও, ছোঁড়ো অভিমান
জয় এনে দাও গাই বিজয়ের গান।
বাংলাদেশ সময়: ১৫:০৭:২৬ ৬৫১ বার পঠিত #ক্রিকেট বিশ্ব-কাপ ২০১৯ #খালেদ হোসাইন #বাংলা কবিতা #বিশ্ব-কাপ