শনিবার, ৮ জুন ২০১৯
’টা ই গা র’– ম, বজলুর রাহমান
Home Page » ক্রিকেট » ’টা ই গা র’– ম, বজলুর রাহমান
’টা্ ই গা র’
বিশ্ব ওদের, ও নামেই ডাকে: ’টাইগার’!
বাইশ গজের পিসে, দুরন্ত। ক্রমশ: দুর্বার।
হোয়াইটওয়াশ আর জায়েন্ট বধের, গল্প
ঝুলিতে আছে তো। হোক সে, অল্পস্বল্প।
ক্রিকেটের মাঠে, গড়িয়েছে বল
বিশ্বকাপে,ধাপে ধাপে। দ্বৈরথে দশ দল।
দেশ ও জাতি, তৃষিত নয়ন; নিত্য
বিশ্বকাপ যে, তাঁদেরও বহুদিনের আরাধ্য।
প্রতি ম্যাচে। রান আর ক্যাচে
হাসুক মাঠ।ইতিহাস, নতুন রেকর্ড।
মোড়লের কৌলিন্য, হোক যতই সুরম্য
নয় তা অজর। চিরকাল অগম্য।
সেই যে পঞ্চ কুলিন। কবেই মলিন।
তোমাদের খাবা, কড়াল হস্ত
একবার হলেও, করেছে পরাস্ত।
ক্যালানো দাঁতে, সেই যে- মওকা মওকা
দুনিয়া জেনে গেছে, পেছনের সুক্ষ ধোকা।
প্রতিপক্ষ এখন, উইকেট সামলাতেই ব্যস্ত।
ডাউট
এলবিডব্লিউ নয়?আছে ক্যাচ বোল্ড, রানআউট।
তোমরাও পার। শংকা ছাড়।
হার-জীৎ। খেলার চিরকালের রীত
নয় কারো অনুকম্পায়, নিজেদের যোগ্যতায়
বিশ্বকাপে তোমাদের হিস্যা জেনো,একদিন হবে; নিশ্চিত।
———————————————————-
৫ জুন, ২০১৯ ।
বাংলাদেশ সময়: ১১:৪২:১০ ৭২৪ বার পঠিত #বজলুর রাহমানের কবিতা #বাংলাকবিতা টাইগার বাংলাদেশী কবিতা টাইগার---ম বজলুুুর রা #ম