শুক্রবার, ৭ জুন ২০১৯
বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল- লিয়াম প্লাঙ্কেট
Home Page » ক্রিকেট » বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল- লিয়াম প্লাঙ্কেটবঙ্গ-নিউজঃ বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে সমীহের চোখে দেখছেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট। তার মতে বাংলাদেশ এখন আর মোটেই দুর্বল দল নয়। তারা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। বাংলাদেশের সাথে বিশ্বকাপে মাঠে মুখোমুখি হওয়ার আগেই প্রতিপক্ষ হিসেবে সতর্ক বার্তা দিলেন ইংল্যান্ড দলের এই পেস বোলার।শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কার্ডিফে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এর আগে দুটি করে ম্যাচ খেলেছে তারা। দুই ম্যাচে দু’দলই একটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি করে ম্যাচে হেরেছে। তাই বিশ্বকাপ মিশনে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে দু’দলই জিততে চাইবে। বেশ ফর্মে থাকা ইংল্যান্ড দল অপেক্ষাকৃতভাবে শক্তিতে পিছিয়ে থাকা বাংলাদেশ দলকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না। সে কথা জানান দিয়ে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য লিয়াম প্লাঙ্কেট।
তিনি বলেন, ‘আমরা দেখেছি বাংলাদেশ কীভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। ওই জয়কে মোটেও অঘটন বলা যায় না। বাংলাদেশ অনেক শক্তিশালী দল। তারা যেদিন ফর্মে থাকে, সে দিন যেকোনো দলকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। আর বিশ্বকাপে এখন আর অঘটন বলে কিছু নেই।’
অতীতে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হারার রের্কড রয়েছে। ২০১০ সালে বাংলাদেশের কাছে প্রথম পরাজয়ের ঘটনাটি মনে করে প্লাঙ্কেট বলেন, ‘আমার মনে পড়ে সেই ২০১০ সালে ইংল্যান্ডকে একবার হারিয়েছিল বাংলাদেশ। ওই জয়টাকে অঘটন বলা যায়, কিন্তু এখন আর না।’
বাংলাদেশ সময়: ১৮:১০:১৯ ৭৫৬ বার পঠিত #ক্রিকেট #ক্রিকেট বিশ্ব-কাপ ২০১৯ #খেলা #বিশ্ব-কাপ #মোসাদ্দেক #সাব্বির