বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
বোমা আতঙ্কে বিএসএমএমইউ,বোতলভর্তি পেট্র্রোল উদ্ধার
Home Page » Wishing » বোমা আতঙ্কে বিএসএমএমইউ,বোতলভর্তি পেট্র্রোল উদ্ধার
বঙ্গ -নিউজ: রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরিত্যক্ত বোতলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে বোমা-সদৃশ বস্তুটি উদ্ধার করলে স্বস্তি ফিরে আসে।
পুলিশ বলছে, রেজিস্ট্রি ভবনের তৃতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় বোতলভর্তি পেট্র্র্রোল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে পেট্রোল ভরা বোতল দেখতে পাওয়া যায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে পেট্রোল বোমা সদৃশ ওই বোতলটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এর দুইদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুন ধরানো হয়েছিল বলেও জানা যায়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, বৃহস্পতিবার (৬ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে একটি বোতলের মধ্যে পেট্রোল উদ্ধার করা হয়। কে বা কারা বোতলটি রেজিস্ট্রি ভবনের তৃতীয় তলায় রেখে গেছেন তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল (সোমবার) থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৯:৩৫:১০ ৬৭৮ বার পঠিত #বিএসএমএমইউ #বোতলভর্তি পেট্র্রোল #বোমা আতঙ্ক