মঙ্গলবার, ৪ জুন ২০১৯

সমগ্র হাওরবাসীকে হাসুস’র ঈদ -উল-ফিতরের শুভেচ্ছা

Home Page » বিবিধ » সমগ্র হাওরবাসীকে হাসুস’র ঈদ -উল-ফিতরের শুভেচ্ছা
মঙ্গলবার, ৪ জুন ২০১৯



---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃপবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সমগ্র হাওরবাসীকে হাওরের উন্নয়নমূলক সংগঠন “হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র পক্ষ থেকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।আজ ৪ জুন হাসুস’র প্রতিষ্ঠাতা হাওরকবি জীবন কৃষ্ণ সরকার কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে বঙ্গ-নিউজে এই বার্তা পাঠানো হয়।পত্রে হাওরের সকলের মঙ্গল কামনা করা হয়, সেই সাথে কবি ও হাসুস পরিবার হাওরের সকল সুখ দুখে পাশে থাকবেন বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৯   ৯৬১ বার পঠিত