মঙ্গলবার, ৪ জুন ২০১৯

সোনালী কপাট-ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » সোনালী কপাট-ম, বজলুর রাহমান
মঙ্গলবার, ৪ জুন ২০১৯



 

 

ম, বজলুর রাহমান

 

 

সেই একই চাঁদ। একই সন্ধ্যার গগন-
ভিন্ন নাম। দিনক্ষণ রচে ব্যবধান।
যখন ওঠে, রমজানের শেষে; শাওয়ালের সওগাত
মানুষেরা বলে; ঈদের চাঁদ
কত উপমা, উৎপ্রেক্ষা
থাকে, এই চাঁদটি, ওঠার তীব্র প্রতীক্ষা।

 

আচ্ছা, ওইযে নর্দমার পাড়ে
রেল লাইনের দু ধারে
পাতা গৃহ-বাটি ।  মজুর কামিন;বস্ত্রহীন
ছিন্নমূল শিশু কিশোরী, ফোকলা দাদু-দাদীমা
ওদেরও কী চাঁদ ওঠে?
ভাঙা গোঠে-
টোকোরে ঈদ, পড়ে জমা?

দিন যায় যত। দেখি কত
টাকা কাড়িকাড়ি, আলিশান বাড়ি।
ঈদ এলে, বিদেশে জমায় পাড়ি।
এ কোন সভ্যতা ! কোন নভ:লোক হতে আসা?

দু:খ তো, থাকবেই-
এই ঈদে একটু না হয়, জীবনের কথা বলি
অনুভবি ব্যাথা,কী কষ্ট আর অভিমানে, কিষাণ
ক্ষেতে পোড়ায়, রক্ত ঘামে ফলালো সোনার ধান ।

চাঁদ ওঠে। আসে ঈদ। শাশ্বত ঈদ-
চারিদিকে কী আনন্দ, বসে খুশির হাঠ
শুধু খোলেনা,কিছু মানুষের ভাগ্যের সোনালী কপাট।
——————————————–
৩ জুন, ২০১৯।

 

 

 

 

 

 

বাংলাদেশ সময়: ১০:১৪:০৯   ১০৩৬ বার পঠিত   #  #  #  #  #  #