সোমবার, ৩ জুন ২০১৯

আবারো উত্তরা বন্ধুসভার জামা বিতরন

Home Page » প্রথমপাতা » আবারো উত্তরা বন্ধুসভার জামা বিতরন
সোমবার, ৩ জুন ২০১৯



বঙ্গ-নিউজঃ  ১৪৩ শিশুর মুখে হাসি ফুটালো উত্তরা বন্ধুসভা শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি সামনে ও দিয়াবাড়িতে।

গত শনিবার পহেলা জুন নিকুঞ্জ এরিয়াতে সুবিধা বঞ্চিত ৫৭ শিশুর মুখে হাসি ফুটিয়ে ছিল উত্তরা বন্ধুসভা ।উত্তরা বন্ধুসভা

উত্তরা বন্ধুসভার সভাপতি সাজ্জাদ কামাল রিয়াদ বলেন, আমাদের নবগঠিত ১২৯তম বন্ধুসভা কিন্তু আমরা পিছিয়ে নেই তার কারন হলো আমাদের উত্তরা বন্ধুসভার প্রত্যেক বন্ধুর অক্লান্ত পরিশ্রমে খুব কম সময়ে আমরা এই দুই পর্বের জামা বিতরন সর্ম্পন্ন করতে পেরেছি সফলতার সাথে।উত্তরা বন্ধুসভা

তিনি আরো বলে ঈদকে সামনে রেখে বন্ধুরা এই আয়োজন কাজ সর্ম্পন্ন করে বাড়িতে গিয়েছেন যার ফলে আজ অনেক বন্ধু উপস্থিত হতে পারেননি তাদের সবাইকে তিনি অভিনন্দন জানিয়েছেন ও সেই সাথে সবাইকে নিয়ে আরো ভাল কিছ উপহার দিবেন উত্তরা বন্ধুসভা সেই প্রত্যশা ব্যক্ত করেন।উত্তরা বন্ধুসভা

সার্বিক ভাবে সহোযগিতার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন উত্তরা বন্ধুসভার উপদেষ্টা রুবাইয়াত সাইমুম চৌধুরী, ড: সোলাইমান কবির সহ উত্তরা বন্ধুসভার সকল বন্ধুদেরকে।উত্তরা বন্ধুসভা
জামা বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা বন্ধুসভার উপদেষ্টা রুবাইয়াত সাইমুম চৌধুরী, ড: সোলাইমান কবির, জুল হক, আব্দুল মোতালেব,রাহাত,সালাউদ্দিন,সূচনা,প্রমা,আলিফ,উজ্জ্বল,তামিম,ফাহিম, রাকা,লিজা,জাকিয়া সহ উত্তরা বন্ধুসভার নতুন বন্ধুরা।উত্তরা বন্ধুসভা

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৬   ১১৪৩ বার পঠিত   #  #  #  #