রবিবার, ২ জুন ২০১৯
দ. আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
Home Page » আজকের সকল পত্রিকা » দ. আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশেরবঙ্গ নিউজ : বিশ্বকাপের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে আজ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে বাংলাদেশ। ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দুই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডি কক ও মার্করাম।
তবে ব্যক্তিগত ২৩ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন ডি কক। এরপর সাকিবের বলে বোল্ড হয়ে ৪৫ রান করে ফিরেন মার্করাম। অন্যদিকে দুর্দান্ত খেলা ডু প্লেসিসকে সাঝঘরে পাঠান মিরাজ। ৬২ রান করে মিরাজের বলে বোল্ড হরে ফিরেন তিনি। এরপর মিলারকে সাঝঘরে পাঠান মোস্তাফিজ।
তিনি ৩৮ রান করে মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেন। এরপর দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত করেন সাইফউদ্দিন। ৪১ রান করে সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফিরেন ডুসেন। এরপর আবারো আঘাত হানে সাইফউদ্দিন। ৮ রান করে সাইফউদ্দিনের বলে সাকিবের হাতে ধরা পড়ে ফেরেন ফেলুকায়ো।
অন্যদিকে মোস্তাফিজের বলে সৌম্যর হাতে তালুবন্ধি হয়ে ফেরেন মরিস। তিনি ১০ রান করে ফিরেন। এরপর মোস্তাফিজের বলে ৪৫ রান করে বোল্ড হয়ে ফিরেন ডুমিনি।
শেষ পর্যন্ত বাংলাদেশ ২১ রানের জয় পায়।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:১৫ ৪৫৪ বার পঠিত