
শনিবার, ১ জুন ২০১৯
রা গ - ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » রা গ - ম, বজলুর রাহমান
রাগ
আবেগের ঘূর্ণিপাক
বিছে
সোহাগের ঠিক, নিচে।
ক্ষুব্দ
হাজার সিড়ি ভাঙার দুদ্দার শব্দ
নারঙ্গি
অচেনা গাঙে ভাসানো ডিঙি
অবাক
এত কাছাকাছি, তবুও নির্বাক
বোবা
ক্ষুণ্ণ মন উচাটন, হত শোভা
দ্বিধায়
সোনারোদ জ্বলে জারুলের পাতায়।
বেনেবউ
হলদে পাখি, ডাকাডাকি, হরিষে মউ।
প্রিয়ার রাগ
অনুরাগের প্র্রথমভাগ
চায়; ‘ও’ এসে ভাঙাক।
———————————-
১ জুন , ২০১৯
বাংলাদেশ সময়: ২১:২৮:১৮ ৫৯৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম