
শনিবার, ১ জুন ২০১৯
উত্তরা বন্ধুসভার রঙ্গিন জামা বিতরন
Home Page » প্রথমপাতা » উত্তরা বন্ধুসভার রঙ্গিন জামা বিতরনবঙ্গ-নিউজঃ মানুষ ঈদে জামা কাপর কেনা নিয়ে ব্যস্ত ঠিক তখন বন্ধুসভার ভিন্ন আয়োজন সুবিধা বঞ্চিত শিশুদের মাজে রঙিন জামা বিতরন কার্যক্রম।
আজ নিকুঞ্জ এরিয়াতে ৫৭ শিশুর মুখে হাসি ফোটাল উত্তরা বন্ধুসভা। নতুন জামা পেয়ে সবাই খুব আনন্দ প্রকাশ করছেন ও হাসিমুখে বাসায় ফিরেছেন।
উত্তরা বন্ধুসভার সভাপতি সাজ্জাদ কামাল রিয়াদ বলেন ভবিষ্যতে তারা আরো বেশি বেশি সামাজিক কাজে নিজেদের অংশগ্রহণ করতে চান সেই ধারাবাহিকতায় আগামী ৩রা জুন উত্তরা এবং দিয়া বাড়িতে উত্তরা বন্ধুসভা সুবিধা বঞ্চিত শিশুদের মাজে আবারো রঙ্গিন জামা বিতরন করবেন।
জামা বিতরনে উপস্থিত ছিলেন উত্তরা বন্ধুসভার উপদেষ্টা রুবাইয়াত সাইমুম চৌধুরী, ডঃ সুলাইমান কবির সহ বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, জেরিন আফরিন নিসাত ও উত্তরা বন্ধুসভার বন্ধুরা।
জুল হক,গাজী আসিফ, মোতালেব,ফয়সাল,সালাউদ্দিন, রাহাত,সূচনা,নাদিম,আকিব,তানিয়া,আলিফ,উজ্জ্বল,আয়শা,হিম,তামিম,আরিফ,প্রমা,জাকিয়া,রাকা,লিজা ও উত্তরা বন্ধুসভার বন্ধুদের পরিশ্রমে সর্ম্পন্ন হলো আজকের জামা বিতরন পর্ব।
বাংলাদেশ সময়: ২০:১৯:৫৮ ৮১৪ বার পঠিত