বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
প্রাচীন : ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » প্রাচীন : ম, বজলুর রাহমান
তামাম বিষুব বন চষে
এনেছিলাম, একটি গোলাপের চারা। প্রদোষে
দেখি- সুপ্রাচীন আকন্দ।
আদিম আশকারায় মাতে, সান্দ্র দিনান্ত।
মহাদ্রুম। কী অপার ভ্রম।
লেগুনের জলে, জমে অভিমান
তুমি আমি, এই যে জমি
আদিতে আছে কোন প্রাচীন লোকের নাম।
এখন- গিগাবাইট ডাউনলোড, সমুদ্রের ঘ্রাণ
ভিন্ন তারাণা। কেউ শুধাবেনা
নোলক দুলিয়ে,-’এতকাল পরে এলে’?
কান ঝালা। তাপবিদ্ধ কথামালা
সারমেয়শাবক তৃণভোজী বরাহ
আরও কত অভিধা, অহরহ।
কখনও শহরের হাত ধরে
হাটি উদভ্রান্ত। যানবহুল সড়ক
আঁকশিতে দোলে মন, বেধড়ক।
শহর জুড়ে
বাড়ে দিন দিন। ওজোন নাইট্রোজেন কার্বন
সে, যত হয় প্রাচীন।
———————————————
২৯ মে, ২০১৯।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৪৮ ৬৫২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম