বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
টাংগুয়ার হাওরে ঝড়ের তাণ্ডবে নৌকা ডোবে দুই জেলে নিহত
Home Page » সারাদেশ » টাংগুয়ার হাওরে ঝড়ের তাণ্ডবে নৌকা ডোবে দুই জেলে নিহতস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের মধ্যনগরে টাংগুয়ার হাওরের সোনাডোবী বিলে চিংড়ি মাছ ধরতে গিয়ে ভোররাত সাড়ে ৪টায় ঝড়ের তাণ্ডবে আলাদা নৌকা ডোবে দুই জেলে নিহত হয়েছে।
নিহতরা হলেন নিশ্চিন্তপুর গ্রামের আইয়ূব খানের ছেলে সবুজ মিয়া(৩০),খিদিরপুর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মগবুল হোসেন (৫০)।
নিহত সবুজ মিয়ার পিতা আইয়ূব খান জানান,আমার ছেলে রাত সাড়ে চারটায় সময় চিংড়ি মাছ ধরতে জাল নিয়ে হাওরে যায়।হাওরে যাওয়া মাত্রই ঝড়ের তাণ্ডবে নৌকা ডোবে সে নিখোঁজ হয়ে যায়।তারপর সকাল ৭টায় খোঁজাখোজির পর আমরা সবাই তার(সবুজের)মৃত লাশ উদ্ধার করি।
খিদিরপুর গ্রামের নিহত মগবুল হোসেন এর ভাতিজা আজিবুল আলম জানান, সেহেরী খাওয়ার পর আমার চাচা মগবুল হোসেন মাছ ধরার জন্য হাওরে যান।ঝড়ের কবলে পরে নৌকা ডোবে তিনি নিখোঁজ হয়ে পড়েন।খনাজাল দিয়ে দীর্ঘ তিনঘন্টা খোঁজাখুজি করে দুপুর বারোটায় টাংগুয়ার হাওরের তেকোইন্যা নামক স্থান থেকে তার (মগুবুল হোসেন) লাশ উদ্ধার করা হয়।
নিহত সবুজ মিয়ার স্ত্রী ও ১ ছেলে সন্তান রেখে গেছেন।নিহত মগবুল হোসেনের স্ত্রীসহ ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।নিহতদের পরিবারে চলছে এখন শোকের মাতম।
এইদিকে মধ্যনগর থানা পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৬:০৯ ১০৬৭ বার পঠিত #টাংগুয়ার হাওরে #ডোবে নিহত #নৌকা