বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
জীবনে ও মরণে- তাহমিনা বেগম
Home Page » সাহিত্য » জীবনে ও মরণে- তাহমিনা বেগমবলেছিলে তিলোত্তমা আমার
আরেকটা ট্রয় নগরী ধ্বংস করে দেব
যদি তোমাকে পেতে বাধা হয় কেউ
শত হেলেনের মাঝেই শুধু তুমিই সাধনার।
ধ্যানীর ধ্যান ভাঙ্গতে চাইনি
আমিও চেয়েছি তোমাকে শতরূপে শতবার
কখনও নিয়তির কাছে হার মানিনি
ভেবেছি তোমার জয় আমারই।
কখনও একটু খুঁতখুঁতে হতে
ভেবে তোমার হেলেন হারিয়ে যাবে
ক্রুর দৃষ্টি হেনে চেয়েছ আঘাত হানবার
এই বুঝি প্রিয় তোমার নমুনা ভালোবাসবার!
ভালোবাসা কখনো হারিয়ে যায় না
হয়তো ক্ষনিকের ভুল বুঝা
প্রিয় এতো ভয় কেন বলোনা?
যদি একপাশে হেমলক আরেকপাশে থাকে ভালোবাসার পানপাত্র
যদি বলো কোনটা নেব
ভালোবাসার তরে হেমলক পানে মৃত্যুকে
নেব বরণ করে।
তবুও অনাস্থায় রেখো না
প্রিয় তুমি যে জীবনে ও মরণে।।
তাহমিনা বেগম
বাংলাদেশ সময়: ১২:২৫:৪০ ৮১৩ বার পঠিত #poem #কথা সাহিত্য #কবিতা #ছোট কবিতা #তাহমিনা বেগম #বাংলা কবিতা