বুধবার, ২৯ মে ২০১৯
সুন্দরবনের চাঁদপাইয়ে র্যাবের সঙ্গে গোলাগুলিতে ৪ জলদস্যু নিহত
Home Page » প্রথমপাতা » সুন্দরবনের চাঁদপাইয়ে র্যাবের সঙ্গে গোলাগুলিতে ৪ জলদস্যু নিহত
বঙ্গ-নিউজ: সুন্দরবনের চাঁদপাইয়ে র্যাবের সঙ্গে জলদস্যু হাসান বাহিনীর গুলি বিনিময়ের সময় ৪ জন নিহত হয়েছে। এসময় বিপুল পরিমাণ ও আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে হাসান বাহিনীর সঙ্গে র্যাবের পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনায় ওই বাহিনীর ৪ জলদস্যু নিহত হয় বলে জানা গেছে
বাংলাদেশ সময়: ৯:৩১:৩১ ৬০৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম