মঙ্গলবার, ২৮ মে ২০১৯

বন্ধ জানালা : রনজিত চাঙমা

Home Page » বিনোদন » বন্ধ জানালা : রনজিত চাঙমা
মঙ্গলবার, ২৮ মে ২০১৯



রনজিত চাঙমা

 

মনের গভীরে যখন স্বপ্নগুলো বাসা বাঁধে
চেতনার বীজ বুনে যায় নীরবে,
অন্ধকার নামে চারিদিকে,যখন ধমকা বাতাস বয়
সব কিছু করে দিয়ে যায় এলোমেলো নিমেষে।
রুপ কথার রাক্ষসগুলো হিংস্ররুপে চিৎকার দেয়
বিকট শব্দে,আকাশ বাতাস থর থর কাঁপে,
নিদারুণ কষ্টে আকাশের হাজারো নক্ষত্ররাশি
হারিয়ে যায়,ঝরে যায় বার বার,ধুমকেতু রুপে।
স্বপ্ন মিলিয়ে যায়,চেতনা হারিয়ে যায়
অশুভ শক্তির দাম্ভিকতায় প্রতি ক্ষণে ক্ষণে,
মানবতা বিবেক ভুলুন্ঠিত হয়,নিগৃহীত হয়
ধর্মের নামে,হিংসার দাবানলে সব যায় পুড়ে।
বদ্ধ জানালা আলো বাতাস একটুও ঢুকে না তাতে
তাই সেথায় বিশ্রী,কুৎসিত বিকৃত রুচির সমাহার,
নির্যাতন,জুজুম,খুন ধর্ষণের স্বর্গ রাজ্যে পরিনত
সেথায় পৌঁছে না আলো একটুও,শুধুই অন্ধকার।
অন্ধকার মলিনতার চাদরে মোড়ানো বিবেকগুলো
আছে বড্ড আরামে,নেই একটুও সুড়সুড়ি,
কারণ অন্ধ মোহে,অহংকারে পথ ভ্রস্থ আজ তারা
শয়তানের সাথে সখ্যতা তাদের,যেন ঐ স্বপ্নপুরী।

 

(২৭/৫/২0১৯ইং)

 

 

 

 

বাংলাদেশ সময়: ১০:৫৬:৫৭   ৬৪২ বার পঠিত   #  #  #  #  #  #