সোমবার, ২৭ মে ২০১৯

স্ম র ণ : (কবিগুরু ও কাজী নজরুলের জন্মদিন স্মরণে) - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » স্ম র ণ : (কবিগুরু ও কাজী নজরুলের জন্মদিন স্মরণে) - ম, বজলুর রাহমান
সোমবার, ২৭ মে ২০১৯



ম, বজলুর রাহমান

 

 


’তুমি রবে নীরবে…’

 

রবীন্দ্রনাথ, কবিগুরু।মেঘ ডম্বরু
হিয়ার গহীনে।নিবিড় অসীম অনুভবে।
শত বর্ষাধিক আগে। বেহাগ রাগে।
আজও সুনীল সন্তরণ
বিমুগ্ধ বৈশাখ, বিধুর শ্রাবণ।

কেউ তো; লতার মতো
জড়ায়।প্রেমিকার হাত
প্রত্যাখান নিয়ে ফিরে যায়, মধ্যরাত।
তুমি তুমি, কেবলই… তুমি
জুড়িয়া নিখিল মনভূমি।
শুধু, মন জানে-
সে যে, রয়ে গেল মনে।সংগোপনে-
অরূপ সেই মুখখানি
বাতাসে বাজে তার চরণধবনি।
তোমারই মতো। বিজন অনুভবে।

তুমি রবে নীরবে…
————————————————-
২৫ মে, ২০১৯।

গানের বুলবুল
(বিদ্রোহীকবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মদিনে)

দুখু মিয়া
চলে গেছ, দুখ নিয়া।

এত কী তোমার-
ছিল তাড়া, ঘরে ফিরিবার?
নাম পরিচয়, শুকায়
রোদ্দুরে!রণক্লান্ত, শুয়ে আছ, নিঝুমপুরে
বাবরি দোলানো হাসি
হলে, অনন্তকালের পরবাসী

জনারণ্যে; একা নির্জনে।
পাতিয়া কান। শুনিছ মুয়াজ্জিনের অযান।
দগ্ধরাতের ধুমকেতু। উলসানো দক্ষিণা
বেজে উঠুক তোমার অগ্নিবীণা।

বিদ্রোহী বীর। গানের বুলকুল
কবি নজরুল।
———————————–
২৫ মে, ২০১৯।

বাংলাদেশ সময়: ১৮:১২:১৩   ৫৬৪ বার পঠিত   #  #  #  #  #  #