সোমবার, ২৭ মে ২০১৯
জাপানে ২৫০ কোটি ডলারের চুক্তি সই
Home Page » সারাদেশ » জাপানে ২৫০ কোটি ডলারের চুক্তি সইবঙ্গ-নিউজঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সময় বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় বাংলাদেশের সঙ্গে জাপানের ২৫০ কোটি ডলারের চুক্তি সই হবে, বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ২৫ কোটি টাকা। মাতারবাড়ীতে বন্দর ও কয়লাভিত্তিক প্রকল্প, রাজধানীতে মেট্রোরেলসহ পাঁচটি প্রকল্পে ওডিএর আওতায় বাংলাদেশকে এই সহায়তা দেবে জাপান। গত বছরের তুলনায় নতুন এই সহায়তা ৩৫ শতাংশ বেশি।
আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আব্দুল মোমেন
বাংলাদেশ সময়: ০:১১:৫৬ ৫২৫ বার পঠিত